সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় অনুমোদনহীন বালু মহালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে জব্দ করা অনুমোদনহীন উত্তোলন বালু নিলামে ১ লাখ ৫০০ টাকায় বিক্রয় ও অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের বিবারিয়া পাড়া এলাকার মাইনী নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট মেরুং এলাকার বাসিন্দা তাহের আলীর ছেলে আব্দুল জব্বার। পরে তাৎক্ষনিক অর্থদন্ডের টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই বিষয়ে জানতে চাইলে দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, ‘অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে পুলিশ পাঠালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুয়ায়ী এক ব্যক্তিকে একব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।’
অন্যদিকে অবৈধ ভাবে উত্তোলন করা বালু স্থানীয়দের উপস্থিতিতে আইন মেনে নিলামে দিলে ১ লাখ ৫০০শত টাকায় তা বিক্রয় করা হয়। অর্থদন্ডের অর্থ ও নিলামের কতৃক আয়ের অর্থ সরকারি তাহবিলে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
ইউএনও মোঃ মামুনুর রশীদ আরো বলেন, ‘অবৈধ ভাবে পাহাড় কাটা ও অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা এলজিইডি প্রকৌশলী ও উপজেলা বালু ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ ফজলুল হক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/