দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ওয়াদুদ ভূইয়া

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ডিসেম্বর) বিকালে দীঘিনাল ক্রীড়া উন্নয়ন সংস্থা আয়োজনে উপজেলার পুরাতন হাইস্কুল মাঠে এ টুর্ণামেন্টে বোয়ালখালী রিপন স্মৃতি সংসদ একাদশ এবং মেরুং ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রার্নারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

৯০ মিনিটের খেলায় মেরুং ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালখালী রিপন স্মৃতি সংসদ একাদশ। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।