দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের মসজিদ মার্কেটের একটি ডেকোরেশন দোকান থেকে আবু সিদ্দিক (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আবু সিদ্দিক রাঙামাটির লংগদু উপজেলার ৫ নম্বর মাইনি মুখ ইউনিয়নের সোনাই গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।

ডেকোরেশন দোকানের মালিক রনি বড়ুয়া জানান, “সিদ্দিক প্রায় তিন–চার বছর ধরে আমার দোকানে কাজ করত। আজ দুপুরে আমি ও অন্যান্য কর্মচারীরা বাইরে কাজ করতে যাই। দুপুর ১টা ৫৬ মিনিটে সিদ্দিক আমাকে ফোন দিয়ে জানতে চায় আমরা কতটুকু কাজ শেষ করেছি। কিছুক্ষণ পর দোকানের আরেক কর্মচারী মো. ইসমাইল এসে দোকানটি ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে সিদ্দিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।”

ঘটনাস্থল থেকে নিহতের মানিব্যাগের ভেতর একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহতের কাছে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে কাউকে দোষারোপ করা হয়নি। নোটটি যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ টিমের কাছে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে—পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।