দীঘিনালায় সেনাবাহিনী ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন এর সহায়তা পেল আশ্রয়হীন ২০ পরিবার

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয়হীন ২০টি পরিবার নগত অর্থ ও ঢেউটিন প্রদান করেছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড সার্বিক দিক-নির্দ্দেশনায় ও ২০ ইসিবি ব্যাটালিয়ন সদরে (দীঘিনালা সেনানিবাস) ক্ষতিগ্রস্ত মাঝে এসব নির্বিমান সামগ্রী ও নগত অর্থ বিতরণ করা হয়। এতে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আসিফ আহমেদ তানজিল, পিএসসি৷

সেনবাহিনীর ২০ ইসিবি সূত্র জানায়, ‘২০ ইসিবির দ্বায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বন্যার পানিতে বিলিন আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ২০টি পরিাবরকে পূণরায় ঘর নির্মান করার জন্য নগত অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছে। এছাড়াও সেনবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর নির্দ্দেশনায় ও ২০ ইসিবি ব্যাটালিয়ন দেশের যে কোন দুর্যোগকালীন সময়ে স্থানীয় জণগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ২০ ইসিবি পাহাড়ি এলাকায় সীমন্ত সড়ক নির্মানের পাশাপাশি আর্তসমাজিক কর্মকান্ডে কাজ করে চলছে।’