দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ বালুমহালে অভিযান করে করেছে দীঘিনালা উপজেলা ভূমি অফিস। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার বেতছড়ি এলাকার মাইনী নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩০০ ফুট পাইপ ও বালু উত্তোলন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাওকে জরিমানা বা অভিযুক্ত করা হয়নি৷
এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ পেলে সত্যতা যাচাই-বাছাই করতে ভূমি অফিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেই স্থানে অবৈধ বালু উত্তোলনের প্রমান পায় তবে কোন ব্যক্তি জরিত তা না নিশ্চিত হওয়ায় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করার নির্দ্দেশ দেওয়া হয়।’
ইউএনও মোঃ মামুনুর রশীদ আরো জানান, ‘দীঘিনালায় অনুমোদনহীন ভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। অনুমোদনহীন বালুমহালের সাথে কোন ব্যক্তি জরিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’