দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

প্রতিনিধি, খাগড়াছড়ি ||
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা চিকিৎসক সংকট ও জনবল ঘাটতির কারণে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমনকে নতুন ভবনের নির্মাণকাজ তদারকি ও তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবনটি দ্রুত উদ্বোধনের মাধ্যমে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য ও হর্টিকালচার বিভাগের আহ্বায়ক ধনেশ্বর ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা এবং দীঘিনালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।