সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ’ এর অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার অবসরকালীন বিদায় অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৩১ বছর বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অশ্রুশিক্ত নয়নে তিনি বিদায় নেন। তাঁর বিদায়বেলায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী সহ তিনি নিজেও কান্নায় ভেঙে পড়েন।
জানাযায়, উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নানান সফলতার সাথে জরিত মন্টু বিকাশ চাকমা ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব নেন৷ পরে ২০১১ সালের ০৩ এপ্রিল তিনি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।
তাঁর সহকর্মীরা বলছেন, কলেজের অধ্যক্ষের বিদায়ে তাঁরা একজন সৎ ও কর্মিষ্ঠ সহকর্মী হারালেন। দীর্ঘ তিন দশক চাকরির সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তিনি কলেজে আয়-ব্যয়েরও হিসাব রেখেছেন। কখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। অত্যন্ত সহজ-সরল মানুষটিকে হারিয়ে তাঁরা মর্মাহত।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, চাকুরী জীবনের সব থেকে বড় অর্জন হচ্ছে বিদায় নেওয়ার দিনটি। সারা জীবনের কর্মের ফল এইদিনতে প্রকাশ পায়। অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার অশ্রুশিক্ত বিদায়ে তা প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল ও অভিভাবক সমতুল্য। কলেজের যে কোন কাজে তিনি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতেন।
এদিকে অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার অবসর জনিত বিদায়ে অধ্যক্ষপদ শূন্য হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা।
এই সময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) মনিরুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক (বাংলা) দিলিপ কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক যোগসাধন চাকমা, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও কলেজের বিভাগীয় প্রধান সহ প্রভাষক ও উপজেলার শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।