সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন পরিদর্শনে এসে অনলাইনে যুক্ত হয়ে তিনি নবনির্মিত এ ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, দীঘিনালা সেনা জোনের ০৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বেবী টাইগার্স নিজ ইউনিট পরিচয় দিয়ে ইউনিটের সাফল্য কামনা করেন ও ফায়ারিং রেঞ্জটি উদ্ভোধনের মাধ্যমে ২০৩ পদাতিক রিজিয়নের সকল ইউনিট সমূহ বিশেষভাবে উপকৃত হবে। যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন হবে।
পরে নবনির্মিত ৩০০মিটার ফায়ারিং রেঞ্জ ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশনেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান।
এই সময় দীঘিনালা সেনা জোন (দি বেবী টাইগার্স) অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি, উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) মেজর মোঃ মোস্তাকিন জোন এডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, ক্যাপ্টেন হাসনাইন আলভী সহ অন্যান্য পদবির সৈনিকরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে নবনির্মিত ৩০০ মিটার এই ফায়ারিং রেঞ্জটি এই এলাকার সকল ইউনিট সমূহের একদিকে যেমন প্রশিক্ষণের মান উন্নয়ন করবে, অন্যদিকে দূরপাল্লার যানবাহনসমূহ গমনাগমন হ্রাসসহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা করবে।