দুর্গম পাহাড়ি গ্রামে সুপেয় পানির নতুন আশার আলো

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার অবহেলিত ও বিদ্যুৎহীন মূড়া পাড়া গ্রাম বহুদিন ধরেই সুপেয় পানি সংকটে ভুগছিল। পাহাড়ি পথ পেরিয়ে দীর্ঘ দূরত্ব হেঁটে পানি সংগ্রহ করা ছিল এখানকার মানুষের নিত্যদিনের কষ্ট। অবশেষে সেই কষ্টের অবসান ঘটল সোলার চালিত ডিপ টিউবওয়েলের মাধ্যমে।

গ্রামের শতাধীক পরিবার এখন থেকে পাচ্ছে নিরাপদ পানি। পাহাড়ের চূড়ায় বসানো এই সোলার চালিত টিউবওয়েল স্থানীয়দের জীবনমান উন্নয়নে নতুন দিশা দেখাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ৮ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান মূড়া পাড়া পরিদর্শনে গেলে গ্রামবাসী তাদের দীর্ঘদিনের পানির কষ্টের কথা তুলে ধরেন। পরিস্থিতি দেখে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার উদ্যোগেই ১২ নভেম্বর টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয় এবং সকল কার্যক্রম সম্পন্ন করে ২ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি টিউবওয়েলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করেন।

পাহাড়ের মাথায় সোলারচালিত পানির ব্যবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। তারা বলেন, পানি আনতে আমাদের অনেক কষ্ট করতে হতো। আজ থেকে সেই কষ্টের দিন শেষ। ইউএনও স্যার আমাদের জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, মূড়া পাড়া অত্যন্ত দুর্গম এলাকা। সুপেয় পানি একটি মৌলিক অধিকার। বিদ্যুৎ না থাকায় সোলার সিস্টেমই এ অঞ্চলের জন্য সবচেয়ে কার্যকর সমাধান। সামনে আরও কিছু এলাকায় এ ধরনের প্রকল্প নেওয়া হবে।

সোলার টিউবওয়েলটির কাজ সম্পন্ন শেষে ঠিকাদারী প্রতিষ্ঠান রাজলক্ষী এন্ড রাজপিউ ইঞ্জিনিয়ারিং সল্যুশন৷ খাগড়াছড়ির স্বত্বাধিকারী রাজীব বড়ুয়া বলেন “ইউএনও মহোদয় বলেছেন যাতে কাজটি দুই–তিন মাসের মধ্যে নষ্ট হয়ে না যায়। আমরা তাকে আশ্বস্ত করেছি যে দুই তিন মাস নয়, পুরো এক বছর আমরা এই সিস্টেমের পরীক্ষা–নিরীক্ষা ও তদারকিতে থাকবো। কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস দেওয়া হবে। এই অবহেলিত মানুষের পাশে থাকতে পেরে আমরাও গর্বিত।

দীর্ঘদিন অবহেলিত একটি পাহাড়ি গ্রামে সুপেয় পানির স্থায়ী সমাধান হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। মূড়া পাড়ায় এই প্রকল্প বাস্তবায়ন মহালছড়ির উন্নয়ন কর্মকাণ্ডে একটি সফল ও মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মূড়া পাড়ার শতাধীক পরিবার এখন নিশ্চিন্তে পান করছে নিরাপদ পানি। পাহাড়ের নিভৃত গ্রামে নতুন জীবনের সূচনা ঘটেছে এই সোলার টিউবওয়েলকে ঘিরে।