মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, “ধানের শীষ হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। এই প্রতীকের জয় মানে মানুষের জয়।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি গাড়িটানা ও গচ্ছাবিল এলাকায় আরও দুটি পথসভায় অংশ নেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমি ছাত্রজীবন থেকেই পাহাড়ের মানুষের পাশে আছি। এমপি থাকাকালীন সময়ে মানিকছড়ি ও আশপাশের এলাকায় রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন করেছি। আম্রপালি বাগানসহ কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আমি রাজনীতি করেছি মানুষের কল্যাণে। তিনি জামায়াতের ধর্মের অপব্যবহার নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, আজ একদল মানুষ ইসলামের নাম বিক্রি করে ভোট চাইছে—তারা জামায়াত ও তাদের সহযোগী। তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের ইমান নিয়ে খেলা করছে। ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম—এটাকে রাজনীতির হাতিয়ার বানানো ভয়াবহ অপরাধ। কেউ যেন আপনার ইমান চুরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আমি পাহাড়ের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তির রাজনীতি এগিয়ে নিতে ধানের শীষের বিকল্প নেই।
পথসভায় মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বক্তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ের উন্নয়নের একজন প্রকৃত বন্ধু। তার সময়েই এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
শেষে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ধানের শীষের বিজয় মানে পাহাড়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের শাসনের বিজয়। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করার আহবান জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/