
আহমদ বিলাল খান, রাঙ্গামাটি::
তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পেশার গুণীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বনিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক আবু জাফর মো: সালেহ, জেলা আইসিটি কর্মকর্তা আতিকুর রহমান, ওসিসি প্রোগ্রাম অফিসার মো: রুহুল আমিন, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি শাখার সহকারী বেতার প্রকৌশলী মো: সাইফুল্লাহ সিদ্দিকী, রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক মোছা: রাশেদা মমতাজ, জেলা সরকারী গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান এস এম আশিফ প্রমুখ।
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, গুজব, মাদক, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সহ নানা বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠণে সবার আগে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের উপর জোর দেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা ও নিষ্ঠাবান আচরণ প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।