নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি… খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দরকার

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, “আমার উঠে আসার পিছনে মায়ের অবদান রয়েছে। আমরা সকলে নিজেদের মাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে না।”

শনিবার (৮ মার্চ ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “পাহাড়ের নারীদের আমরা সমতলের চাইতে অনেক বেশি দৃশ্যমানভাবে দেখি। সম্পত্তির অধিকার না হলে নারীদের ক্ষমতায়ন সম্ভব নয়। সভ্যতার শুরুর দিক থেকেই উৎপাদন ব্যবস্থার সঙ্গে নারীর ক্ষমতায়ন জড়িত ছিল। প্রাচীন কালে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন, তবে ধীরে ধীরে তা সংকুচিত হয়েছে। অর্থনৈতিক ক্ষমতা যদি নারীদের হাতে থাকে, তাহলে তারা প্রকৃত ক্ষমতায়ন অর্জন করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন—বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদানে: ভাগ্য লক্ষী ত্রিপুরা; সমাজ উন্নয়নে অবদান: ডেইজি আক্তার; সফল জননী: চোপাই মারমা; শিক্ষা ও চাকরিতে সফল: সাগরানী চাকমা; সফল উদ্যোক্তা: সানুচিং মারমা ও হাছিনা বেগম।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে আয়োজন করে।