প্রতিনিধি, খাগড়াছড়।।
"নারী ও কন্যাশিশু ধর্ষণ ও সহিংসতা: বিচার চাই, নির্মূল কর - রুখে দাঁড়াও বাংলাদেশ"—এই স্লোগানে আজ রবিবার সকাল ১১টায় টিআইবি'র নির্দেশনায় দেশের অন্যান্য ৪৫টি সনাকের মতো খাগড়াছড়িতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির আয়োজনে শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি অংসুই মারমা।
মানববন্ধনে পিংকি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সনাক সদস্য ধর্মরাজ বড়ুয়া, সনাক সদস্য ত্রিনা চাকমা, জাবারাং প্রতিনিধি বিনোদন ত্রিপুরা, কেএমকেএস'র প্রতিনিধি সুমনা ত্রিপুরা, এসিজি সদস্য জাহিদুল ইসলাম এবং ইয়েস সদস্য প্রিয় মোহন ত্রিপুরা।
বক্তারা নারীর প্রতি সহিংসতা ও কন্যাশিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে বলেন, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। তারা দ্রুততম সময়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সমাজের সব শ্রেণির মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/