পরিবেশ রক্ষায় তথ্যের অধিকার নিশ্চিতকরণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এই আয়োজনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালনায় এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থা (TDS) ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড এর বাস্তবায়নে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। আলোচনা সভায় সঞ্চালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা, আইসিটি কর্মকর্তা মোছা. মাহবুবা আক্তার, নমিতা চাকমা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানসহ সংস্থার বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় তরুণ প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, তথ্যের অধিকার আইনের যথাযথ প্রয়োগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সুরক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়াতে তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজলভ্য করা প্রয়োজন।

তারা আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যত উন্মুক্ত হবে, ততই দুর্নীতি হ্রাস, নাগরিক সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

সভায় বক্তারা মনে করেন, “তথ্যই শক্তি”—এই দর্শন বাস্তবে রূপ দিতে হলে তথ্য অধিকার আইনের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো জরুরি। কারণ নাগরিকরা যখন জানার অধিকার প্রয়োগ করতে পারেন, তখনই পরিবেশ, উন্নয়ন ও সুশাসনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হয়।

শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেকে তথ্যের অধিকার সংরক্ষণ, সঠিক তথ্যের প্রচার এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।