

পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে টাইফয়ে টিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১৩ অক্টোবর /২০২৫ খ্রিঃ রোজ সোমবার বেলা ১১.৩০ ঘটিকার সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ই ফা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ এম এ বাসার,ই ফার সাধারণ কেয়ার টেকার ইসমাইল বিন ইউসুফ। উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশন সকল শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
ডাক্তার অনুতোর চাকমা বলেন, আপনারা সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদেরকে উক্ত টিকা গ্রহণ করার জন্যে উৎসাহিত প্রদান করবেন।