পানছড়িতে চতুষ প্রহরব্যাপি মহোৎসব ও সরস্বতী পূজা উৎসব পালন করলো ত্রিপুরা সম্প্রদায়

খাগড়াছড়ি প্রতিনিধি :
বিশ্ব মানবতার কল্যানে কলিহত জীবের দুঃখ থেকে মুক্তি ও শান্তি কামনায় উৎসব মুখর পরিবেশে পানছড়িতে চতুষ প্রহরব্যাপি মহোৎসব ও সরস্বতী পূজা বর্ণিল পরিবেশে ও উৎসব মুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি ২০২৫ ,সোমবার পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইয়্যং কার্বারী পাড়ার লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গনে ত্রিপুরা ও সনাতন ধর্মাবলম্বীরা চতুষ প্রহরব্যাপি মহোৎসব ও সরস্বতী পূজা উদযাপন করেন।

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চণা করেন।

মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শিবুজয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন ত্রিপুরা জানান, রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি থেকে সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চণা সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটের মধ্যে শেষ হয়েছে।একই সাথে চতুষ প্রহরব্যাপি মহোৎসবের আয়োজন- গঙ্গা আহবান,সন্ধ্যা বাতি ও তুলসি আরতি, মহা হরিনামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন ,পূজার শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভারম্ভ,, মহা প্রভুর ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ,মহা হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতির মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় আয়োজন সম্পন্ন হল।

মহোৎসব ও সরস্বতী পূজার উদযাপন কমিটি’র অর্থ সম্পাদক মানজয় ত্রিপুরা বলেন,আমরা বিদ্যা,বুদ্ধি ও জ্ঞান লাভের জন্য প্রতিবছর এই দিনে মা সরস্বতীর পূজা করে থাকি। মা সরস্বতীর নিকট আমরা জ্ঞানে-গুনে ভালো মানুষ হিসেবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। এটাই প্রার্থনা করেছি।

মহেৎসবে পুরোহিত্য করেন, সুজন দাস বৈষ্ণব, খীর দাস বৈষ্ণব, নামসুধা বিতরণে- খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়ার শ্রী শ্রী জয় সনাতন সম্প্রদায়,শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায় অংশ গ্রহন করেন।