পানছড়িতে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবসে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ”
১০ মার্চ ২০২৫ রোজ সোমবার পানছড়ি উপজেলাতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী শেষে পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।

সভায় নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন,আমাদের প্রশাসনের পাশাপাশি দুর্যোগ প্রস্ততি ও দুর্যোগ হলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বেশী ভূমিকা রাখতে হবে।