আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের পাশাপাশি ৩ বিজিবি লোগাং জোন জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে ভূমিকা রেখে চলেছে।
লোগাং জোনে প্রতি মাসে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিনের জন্য আবেদন যাচাই, পানীয় জলের সংকট নিরসনে উদ্যোগ, এবং বিভিন্ন অসহায় মানুষের সহায়তায় নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে পানছড়ির দুর্গম অংজ পাড়ায় একাধিক জনকল্যাণমূলক সহায়তা প্রদান করে ৩ বিজিবি। এর মধ্যে ছিল— পানীয় জলের অভাব দূর করতে নলকূপ স্থাপন দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান অসহায় পরিবারের ঘরের ছাউনির জন্য টিন ও নগদ অর্থ সহায়তা।
দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খাতা ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,“সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানি নিশ্চিতকরণ ও নানা জনকল্যাণমূলক উদ্যোগে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি।”
বিজিবির এসব কার্যক্রম সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে স্থানীয়রা জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/