সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে রেলী, আলোচনা সভা ও হাইজিন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় রেলী শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় পানছড়ি উপসহকারী প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ আলী, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মোঃ জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, পরিচ্ছন্নতা একটি সুস্থ জীবনের মূলভিত্তি। হাত ধোয়ার অভ্যাস কেবল সংক্রামক রোগ প্রতিরোধেই নয়, বরং ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক। প্রতিটি পরিবার থেকে এই অভ্যাস শুরু হলে স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/