পানছড়িতে সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রাণবন্ত আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল, “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” দিনের শুরুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সংগীতা বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন নারী সমিতির সদস্যরা অংশ নেন।

বক্তারা নারী নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। শেষে নারী সমিতির সদস্যদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।