আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
“সুস্থতা আর মেধা বিকাশে মাঠে তারুণ্যের দল, মানসম্মত শিক্ষা নিতে কালিন্দী মাতৃছায়া বিদ্যাপীঠে চল”—এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে কালিন্দী মাতৃছায়া বিদ্যাপীঠ ভলিবল টুর্নামেন্ট–২০২৫।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ের বাবুড়াপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাবু শান্তি জীবন চাকমা, সাবেক চেয়ারম্যান, পানছড়ি উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন বাবু সুনীল কান্তি চাকমা, আহ্বায়ক, টুর্নামেন্ট আয়োজক কমিটি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কংচাইরী পাড়া ভলিবল দল ও ছোট তারাবনছড়া ভলিবল দল। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। দর্শকসারিতে ছিল করতালি, উল্লাস আর প্রাণবন্ত ক্রীড়ার আবহ।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে ধাপে ধাপে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—প্রত্যুত্তর চাকমা, মানেক পুদি চাকমা, সঞ্জয় চাকমা, মিতি চাকমাসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।
অতিথিরা বলেন, “এমন আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও দলগত চেতনায় উদ্বুদ্ধ করবে।”
খেলা শেষে আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/