পানছড়ি উপজেলাতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

পানছড়ি প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৫

শনিবার (০১ নবেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সমবায়ীদের নিয়ে আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ”

আয়োজিত অনুষ্ঠানে র‌্যালি,জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় অশীম কুমার চাকমার সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার রুপম চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন ও পানছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।যার মধ্যে ছিলো পানছড়ি কাঠ লোড আনলোড শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সমবায় সমিতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।