পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে ভারতীয় পণ্যসহ বিপুল চোরাচালান আটক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে ৩ বিজিবির বৌদ্ধমনি বিওপির সদস্যরা সীমান্তের দুর্গম কাঠালতলা এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার ইমদাদুল হকের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মালিকবিহীন ভারতীয় পণ্যগুলো জব্দ করে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় বোটকা মদ, স্পার্কেল ভীম সাবান, পাউডার দুধ, এসি কম্বল, স্টিলের প্লেট, জিরা, ডারভিন ক্রিম, থামী (উপজাতীয় পোশাক), ওড়না, সিঁদুর, করাই, মোমবাতি, লবণ, শ্যাম্পু, সোনালী সুতা, লাক্স সাবান, ঈগল টলিং, কমফোর্ট, সেঞ্চুডিন ও কোলগেট টুথপেস্ট, আলটাব্রাইট স্কিন ক্রিম, ইয়ামি সেভেন ওয়েল, বেস্ট হেলথ টনিক হারবাল, ওয়ালটন বাটন মোবাইল ও ভারতীয় সিমসহ নানান ভোক্তাপণ্য।

বৌদ্ধমনি বিওপির ক্যাম্প কমান্ডার জানান, ৩ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।