

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি – বাঙালী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সহ নানাবিধ মানবিক সহায়তা সেবা প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের (৩০ বীর) তত্বাবধানে পানছড়ি সাবজোন কর্তৃক দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে পানছড়ি সাবজোনের আওতায়ধীন উল্টাছড়ি ইউপির দরিদ্রতম দুর্গম আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইন এ আশেপাশের ৭টি এলাকার অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় প্রায় ৭ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ ও ক্যাপ্টেন লাবনী জামান এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।
এদিকে একই দিনে একই ইউপির দুর্গম মুসলিমনগর, ওমরপুর, আলীনগর, রসূলপুর ও জিয়ানগর এলাকার দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মো.রিফাত হোসাইন।
দরিদ্রতম দুর্গম এই এলাকায় পৌঁছায়নি বিদ্যুৎ। পায় না সরকারের সকল সুযোগ সুবিধা। আজ সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে খুশি পুরো ইউনিয়ন। তাইতো কেউ বা মাথায় হাত বুলিয়ে, কেউ বা মনে প্রাণে দোআ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। তাদের দাবী সরকার সহ সেনাবাহিনী সবসময়ই দুর্গম এই এলাকাগুলির খোঁজ খবর নিক।