আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ের দুর্গম জনপদ পানছড়ির কৃতি সন্তান হেমা চাকমা ও এরিনা চাকমা এখন জাতীয় পর্যায়ে আলোচিত নাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন হেমা চাকমা, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-তে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এরিনা চাকমা। এই গৌরবময় অর্জনে দুইজনকে বরণ করে নিতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনার।
১০ নভেম্বর ২০২৫, সোমবার সকালে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর উপস্থিতিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
বক্তারা বলেন, “পানছড়ির সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা সমগ্র পার্বত্য চট্টগ্রামের জন্য গর্বের বিষয়।” তারা আরও উল্লেখ করেন, যোগ্য নেতৃত্ব ও সুযোগ পেলে পাহাড়ের শিক্ষার্থীরাও দেশের সর্বোচ্চ পর্যায়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম।
সংবর্ধনা অনুষ্ঠানে হেমা চাকমা ও এরিনা চাকমা এলাকার মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা নিজের স্কুল জীবনের স্মৃতিচারণ করে বলেন, “পরিশ্রম আর অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, অধ্যক্ষ কিরণ লাল চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা, সহকারী প্রধান শিক্ষক নীরা দেবী চাকমা, চেঙ্গী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বরুণ কান্তি চাকমা, শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি নন্দ দুলাল চাকমা প্রমুখ।
শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অসংখ্য অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত এই আয়োজন পাহাড়ি জনপদে উৎসবের আমেজ এনে দেয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/