মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: দেশের বহুল প্রচারিত কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কালবেলার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক নুর আলম, কালবেলার মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. আবুল হাসেম প্রমুখ বক্তব্য দেন।
এসময়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা যুবদলের সভাপতি মো. জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. সাগর চক্রবর্তী কমল, সিনিয়র সাংবাদিক অন্তর মাহমুদ, সহ-সভাপতি মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা সর্বাধিক প্রচারিত একটি ভিন্নধর্মী পত্রিকা বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক কালবেলার প্রকাশক ও সম্পাদক সহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
কালবেলা পাঠকদের কাছে প্রতিদিন এক একটা চমক নিয়ে প্রকাশিত হয় জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, পত্রিকাটি এরই মধ্যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক বিকাশে পাঠকের মনে আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। প্রত্যাশা করি অত্র উপজেলার অসঙ্গতি ও ভাল কাজ সমূহ ফুটে উঠবে।
একই সময়ে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/