

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে অসহায় শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮মার্চ) জেলা শহরের কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা খাগড়াছড়ি মো. ফরিদ মিয়ার সৌজন্যে এসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিনি, সেমাই, আলু, গুড়ো দুধ, সয়াবিন তেলসহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী।
কর্মসূচিত জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, ঈদে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বিত্তবানরা অর্থ সহায়তা করা প্রয়োজন।
ঈদে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সকলেই আনন্দিত।