

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য র্যালী, পুস্পস্তবক অর্পন,আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৮ ঘটিকায় মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী নিয়ে স্থানীয় সড়ক পদক্ষিণ করে উপজেলা স্বৃতিসৌধে গিয়ে পুস্পস্তবক অর্পন করে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
র্যালী ও আলোচনা সভা এবং পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।