বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মহালছড়িতে

মহালছড়ি:
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মামুন মিয়া এবং মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সাম্যের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হলো একতার প্রতীক, এই মূলনীতিকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা নিজেদের সার্বিক কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরে মৎস্য সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল খায়ের,ক্যায়াংঘাট পানি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনোতোষ চাকমা এবং মহালছড়ি মাহিন্দ্রা সিএনজি সমবায় সমিতির সভাপতি বিপুল চৌধুরী বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, বর্তমানে মহালছড়ি উপজেলায় মোট ৮১টি নিবন্ধিত সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।