।। স্টাফ রিপোর্টার ।।
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা ও ৩য় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলাধীন চম্পাঘাট শিশু সদন ‘অজয় ও করিমালা ত্রিপুরা’ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সাংগঠনিক গানের মাধ্যমে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।
আলোচনা সভায় ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পূর্ণজয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা, নির্বাহী সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা, হামরনাই বন্থার সভাপতি দেবাশীষ রোয়াজা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন ঠাকুরছড়ার কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা, বাত্রিকস'র গোলাবাড়ি ইউনিয়ন পশ্চিম উপ-আঞ্চলিক শাখার সভাপতি মলয় বিকাশ ত্রিপুরা।
খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জগন্ময় ত্রিপুরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক দিগন্ত প্রসাদ ত্রিপুরা।
সর্বসম্মতিক্রমে বিপ্লব ত্রিপুরাকে সভাপতি, দিগন্ত প্রসাদ ত্রিপুরাকে সহ-সভাপতি, মিলন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, প্রশান্ত ত্রিপুরাকে সহ সাধারণ সম্পাদক, চন্দনা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, উমেশ দেওয়ানকে অর্থ ও পরিকল্পনা সম্পাদক, বিজয় ত্রিপুরাকে দপ্তর সম্পাদক, মনিকা রোয়াজাকে মহিলা বিষয়ক সম্পাদক; জয় কুমার ত্রিপুরাকে ধর্ম, সমাজকল্যাণ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং মায়া কুমার ত্রিপুরা ও তপু ত্রিপুরাকে কার্য নির্বাহী সদস্য করে ১১জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/