বাঘাইছড়িতে আগুন ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলী চেয়ারম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

১০ মার্চ সোমবার বিকেল ৩ ঘটিকায় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো:জাহিদুল ইসলাম পিএসসি ও উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত থেকে প্রতি পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ৪ টি করে কম্বল প্রদান করেন।

এসময় জোন কমান্ডার বলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।