বাঘাইছড়িতে এম এন লারমা’র ভাষ্কর্য উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমা’র ভাস্কর্য উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজকমুখ এলাকার শিজক কলেজ সম্মুখে নব নির্মিত এম এন লারমার ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাষ্কর্য নির্মাণ কমিটি ২০২৫।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলার আঞ্চলিক কমিটির পরিচালক পুলক জ্যোতি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার। প্রধান আলোচক ও ভাষ্কর্য উন্মোচক এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিবরণ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য নির্মাণ কমিটির সদস্য সচিব ত্রিদিপ চাকমা (দিপ বাবু)। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক শান্তনা চাকমা এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, হেডম্যান-কার্বারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, জনসংহতি সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ত্রিদিপ চাকমা ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ ও ইতিহাস তুলে ধরেন এবং যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বক্তারা মানবেন্দ্র নারায়ন লারমা ছাত্র জীবন হতে কিভাবে সংসদ সদস্য হয়েছেন এবং জুম্ম জাতির মহান বিপ্লবী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে আলোচনা করেন, এম এন লারমার জীবনী হতে বর্তমান প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহবান জানান এবং এম এন লারমার জীবনে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাঘাইছড়িতে লাইব্রেরী নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগের বিষয় আগ্রহ প্রকাশ করেন৷

সভার প্রধান অতিথি ঊষাতন তালুকদার বলেন, জুম্ম জাতির অগ্রদূত এম এন লারমা একজন ত্যাগী নেতা ও জুম্ম জাতির পথ পদর্শক ছিলেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ন্যায় সৎ পথে থেকে অধিকার আদায়ের কথা বলতে হয়। আজকে শিজক কলেজের মত একটি পবিত্র শিক্ষা প্রাঙ্গনের পাশে আরেকটি পবিত্র স্থাপনা স্থাপনা নির্মিত হওয়ায় আমরা আনন্দিত, গর্বিত। এম এন লারমার মৃত্যু জুম্ম জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে যার জন্য আমরা অনেক বেশী পিছিয়ে গেছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই,আমাদের সকলের উচিত ঐক্যের পথে চলা যে ঐক্যের পথ দেখিয়েছেন এম এন লারমা। তিনি আরো বলেন, আমরা যেমনি চুক্তি করতে পেরেছি একতাবদ্ধ থাকলে চুক্তি বাস্তাবায়নও করতে পারবো শুধু প্রয়োজন আমাদের একতাবদ্ধতা।