বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড় ধস; যানচলাচল বন্ধ

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাতভর ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে বাঘাইছড়ির সাথে সারাদেশের যানচলাচল বন্ধ রয়েছে।

২১ জুলাই সোমবার সকাল ৬ ঘটিকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সড়কের দুই পাশে আটকে আছে বহু যানবাহন। খাগড়াছড়ি সাজেক সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী প্রিয়দর্শী চকমা পাহাড় ধসের বিষয় নিশ্চিত করে বলেন আমরা সংবাদ পেয়ে সাথে সাথেই স্থানীয় পাহাড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছি তারা সড়ক থেকে মাটি সরাতে কাজ শুরু করেছে। এছাড়া ভারী যন্ত্রপাতি ও বুল্ডোজার নিয়েও লোকজন পাঠিয়েছি আশাকরি দুপুরের পর যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও মারিশ্যা দীঘিনালা সড়কে চলাচল কারী সকল যানবাহন চালকদের সর্তক ভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।