ভবঘুরে যুককে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠালো গুইমারা উপজেলা প্রশাসন 

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের সহোযোগিতায় রাসেল ৩০ নামে এক ভবঘুর যুবক কে উদ্ধার করে মিরপুর ভবগুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা সমাজসেবা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় এই ভবঘুরে ছেলেটিকে পাঠানো হয়।

জানাযায় গুইমারা এলাকার পাহাড়ী গ্রাম কুকিছড়া থেকে উদ্ধার করে গুইমারা থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতারের আর্থিক সহযোগিতায় ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের উপস্থিতিতে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের মাধ্যমে ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধায় হাইসযোগে ঢাকার মিরপুর ভবঘুর আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে।