ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভুইয়া’ স্লোগানে গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারনা শুরু

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় উপজেলা বিএনপির উদ্যোগে ‘ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভুইয়া’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১৩ই অক্টোবর) বিকালে খাগড়াছড়ি-২৯৮নং আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ‘ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভুইয়া’ ক্যাম্পেইনে গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু করে পুরো গুইমারা বাজারে এ গনসংযোগ করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

এসময় বক্তারা বলেন- বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পঞ্চগড়সহ সারাদেশে দৃশ্যমান পরিবর্তন আনব।” পাহাড়ের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ওয়াদুদ ভূইয়াকে পুনরায় সাংসদ হিসেবে চান। সাধারণ মানুষ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আছে। জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ধানের শীষে ভোট প্রদানে সবাইকে উৎসাহিত করছেন উপজেলা বিএনপি।

উক্ত গণসংযোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।