শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা বিএনপি। ০৪ নভেম্বর (শনিবার) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত ৪ নভেম্বর রাতে এই অগ্নিকাণ্ডে প্রায় ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা। ঘটনাটির পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। তারা আরও বলেন, মানবিক বিপর্যয়ের সময় রাজনৈতিক পরিচয় নয় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল নীতি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে সাহায্য পাওয়ায় আমরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি।
উল্লেখ্য, আগুন লাগার পর খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, মহালছড়িতে স্থায়ী ফায়ার সার্ভিস ইউনিট না থাকায় ক্ষয়ক্ষতি বেড়ে যায়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/