

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
“পরিবেশ সুরক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মূল ভিত্তি। নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, যাতে সুশাসন ও উন্নয়ন ত্বরান্বিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করে Empowerment Project, তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা, এবং Community Empowerment Forum (CEF)।
অনুষ্ঠান শেষে তথ্য অধিকার বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরকারি তথ্য প্রাপ্তি সংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।