স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফ’র সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলো বলে জানা যায়।
এতে তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা তথ্য নিশ্চিত করেছেন। তবে রহিন্তু চাকমা নিখোঁজ রয়েছেন বলে জানান।
এমন ঘটনাকে ন্যাকারজনক বলে নিন্দা জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের জেলা সংগঠক অংগ্য মারমা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ছবি: সংগৃহিত
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/