দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে সমগ্র দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাতে জাতীয় যুব দিবস-২০২৪ পালন করা হয়েছে।
১ নভেম্বর শুক্রবার মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। উক্ত দিবসটি পালন উপলক্ষে এ দিনের কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য যুব র্যালী, আলোচনা সভা প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠান সূচীর সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রাইমারী শিক্ষা কর্মকর্তা ও বৈষম্যহীন ছাত্র আন্দোলনের ১জন প্রতিনিধি। সভায় বক্তারা সম্প্রতি বৈষম্যহীন আন্দোলনের আখাংকা পুরনে যুব সমাজকে আত্মকর্মসংস্থানে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং শান্তি-সম্প্রীতি বজায় রেখে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভাশেষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। সভায় এলাকার বিপুল সংখ্যক যুব-যুবা, গন্যমান্য ব্যক্তি ও এলাকার গনমাধ্যম কর্মী এবং সমাজ সচেতন মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/