মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ইউনিয়ন কমিটি গঠন

শফিক ইসলাম, মহালছড়ি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সদর ইউনিয়নে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন ২০১৭ এর আলোকে আনুষ্ঠানিকভাবে ‘ইউনিয়ন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ১ নং মহালছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, এই কমিটি ইউনিয়ন পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশবান্ধব আচরণ ও সংরক্ষণমূলক কাজে সচেতনতা বাড়াতে কাজ করবে।
আলোচনা সভা শেষে সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসাকে সভাপতি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রয়াসি চাকমাকে সদস্য সচিব করে ২৩ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।কমিটিতে ইউপি সদস্য, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, কৃষি বিভাগ, নারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাপড়ি ভট্টাচার্য, মহালছড়ি রেঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার জাহিদুল ইসলাম,বায়োডাইভারসিটি প্রকল্পের মহালছড়ি উপজেলার ফ্যাসিলিটেটর নকুল কুমার ত্রিপুরা, মানিকছড়ি উপজেলার ফ্যাসিলিটেটর চিংথেই মারমা।
সভায় অতিথিরা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় পর্যায়ের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ের প্রকৃতি, বনজ সম্পদ ও পরিবেশ রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।