শফিক ইসলাম, মহালছড়ি
“আর কত নিরীহ ব্যবসায়ী আগুনে পুড়ে নিঃস্ব হবে ও সাধারণ মানুষ মারা গেলে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন হবে?” এ স্লোগানে মহালছড়িতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুৃধবার ১২ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। অথচ মহালছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো উন্নয়নের অভাব দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়া ২ টি এম্বুল্যান্স থাকা সত্বেও পাচ্ছেনা রুগীরা সুবিথা। তাই অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান,জনস্বার্থে এ দুটি গুরুত্বপূর্ণ দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/