মহালছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

“বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (০৪ এপ্রিল) দুপুর ২:৩০ ঘটিকায় খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিত সভাটি অনুষ্টিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি শাখার সাবেক সভাপতি মংচ্ছুপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্টাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি সুধাঅং মারমা,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম-সাধারন সম্পাদক ক্যজরী মারমা, সঞ্চলনা করেন মংশিলা মারমা।
এছাড়াও উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও মারমা জনগোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্যকালে বলেন, মারমা জাতির অগ্রগতি সাধন করতে সকলকে সম্মলিত ভাবে কাজ করতে হবে।পার্বত্য অঞ্চলের অন্য সকল জাতি সত্বার চাইতে পিছিয়ে মারমা জাতিসত্বা। অথচ ভোটারের দিক থেকে ৪৫ হাজারের ও বেশি। এত ভোটার থাকতেও সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এ ধরণের বৈষম্য থেকে বেরিয়ে আসতে এখনি সোচ্চার হতে হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখায় মংনু মারমাকে সভাপতি ও মংশিহলা মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট, চাইঞা মারমা সভানেত্রী ও ম্যাশিনু মারমাকে সাধারণ সম্পাদক করে মহিলা ঐক্য সমিতি ১০১ এবং মারমা যুব ঐক্য পরিষদের থৈইঅং মারমাকে সভাপতি মংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা পরবর্তী ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কাউন্সিল ও পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।