দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়ি।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা বর্ণাঢ্য আয়োজন, জাতি, ধর্ম, নির্বিশেষে এলাকাবাসীর সর্বস্তরের গণমানুষের সমর্থন ও অংশগ্রহন, মহালছড়ি আর্মি জোন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা, রাজনৈতি দল বিএনপিও সহযোগি অংগ সংগঠনের নেতা-কর্মীদের পরিপূর্ণ সমর্থন উপজেলা বিএনপি সভাপতি মো: আনোয়ার হোসেন এবং মহালছড়ি উপজেলা ছাত্রদল সভাপতির সার্বিক তদারকির মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে ১৮এপ্রিল শুক্রবার পরিসমাপ্তি ঘটলো থলিপাড়া অংম্রাং ক্লাব আয়োজিত, চৈত্র সংক্রান্তি মাহা সাংগ্রাই (বৈসাবি) উপলক্ষে বৈসাবি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫। ২৫ মার্চ ১৪টি দল নিয়ে অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টের খেলায় স্থানীয় মুড়াপাড়া একতা ক্লাব ও থলিপাড়া আঃ ফাওসা একাদশের মধ্যে অনুষ্ঠিত এদিনের তিব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় মুড়াপাড়া একতা ক্লাব এক শূন্য গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্টের এদিনের উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন মহালছড়ি আর্মি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল নাফিজ ইমতিয়াজ, পিএসসি, এ সময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি আর্মি জোনের ষ্টাফ অফিসার লে: রিহাদ।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম; মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোহাঃ আনোয়ার
হোসেন; মহালছড়ি উপজেলা ছাত্রদল সভাপতি মো: হেলাল উদ্দীন; হেডম্যান কালাচান চৌধুরী, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী; মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন; স্থানীয় ইউপি মেম্বার দোঅংপ্রু মারমা প্রমুখ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি থুইসাঅং মারমা এর সভাপতিত্বে এবং টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব অংসাপ্রু মার্মা (সূর্য) এর সঞ্চালনায়, অনুষ্ঠানে সংক্ষিপ্তাকারে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির সহসভাপতি। এছাড়া আরো বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুরা টুর্ণামেন্টের সময় কাল ও টুর্ণামেন্টের সকল আয়োজন ব্যবস্থাপনা, পরিচালনা, নিয়ম-কানুন, শৃংখলাবোধ তাঁকে আনন্দিত ও উৎসাহিত করেছে। এ সময় তিনি মাঠে উপস্থিত নারী-পুরুষ
আবাল-বৃদ্ধ, বনিতা বাঙালী পাহাড়ী জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার দর্শক দেখে আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং আগামীতে এ ধরনের অনুষ্ঠান মালায় মহালছড়ি জোনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। শেষে জোনের পক্ষ থেকে টুর্ণামেন্ট কমিটি কে উপহার সামগ্রী প্রদান করেন। এরপর খেলায় অংশ গ্রহণকারী খেলোয়ারসহ সংশ্লিষ্ট সকলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। টুর্ণামেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত
আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে শেষ করতে পারায় টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে আইন শৃংখলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/