।। দীপক সেন, মহালছড়ি।।
২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী হিসেবে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ বিতরণ (ছাগল/শুকর) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আনছার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সুমন মিয়া, উপজেলা মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমাসহ অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
২৫জন সুবিধাভোগীদের মধ্যে থেকে ৬জনকে জনপ্রতি ৪টি করে ছাগল বিতরণ করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/