মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির

শফিক ইসলাম,উপজেলা প্রতিনিধিঃ মহালছড়ি উপজেলাতে অনুষ্টিত সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা সারা দেশের ন্যায় মহালছড়িতে অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

সোমবার(৩ ফেব্রয়ারী) দিনব্যাপী উপজেলার কালী, মন্দির,মাস্টারপাড়া মন্ডপ,মহালছড়ি সরকারি কলেজ মন্ডপ গুলো পরিদর্শন করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ডাঃ বাকিউল্লাহ, মোঃ আহাদ মিয়া, মোঃ ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল ছাত্তার,যুগ্ম-সম্পাদক মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু, শহীদুল ইসলাম বকুল,শ্রমিক দলের আহব্বায়ক মোঃ বেলাল হোসেন,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফাইজুল, ছাত্রদলের সদস্য সচিব আশ্রারাফুল সাকিব মহিলা সভানেত্রী মনি খন্দকার প্রমুখ

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চনা করেন।