মহালছড়িতে সেনাবাহিনী ৫৭ বেঙ্গলের নিয়মিত মানবিক কার্যক্রম অনুষ্ঠিত

শফিক ইসলাম,মহালছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার(২৩ জুলাই) উপজেলার পঙ্খীমুড়া এলাকায় বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকটি পরিচালনা করা হয়।

মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাসের পরিচালনায় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রমটি দুপুর ১২ ঘটিকা পর্যন্ত চলমান থাকে। এতে মোট ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। যাদের মধ্যে ১১ জন বাঙালী এবং ৩১ জন চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের সদস্য ছিলেন।

এ সময় চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যাথা, মাথা ব্যাথা, দাঁত ব্যাথাসহ শারীরিক দূর্বলতার চিকিৎসা প্রদান করা হয়।

এই কার্যক্রমে স্থানীয় জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত সন্তোষজনক। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরুপ। মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানান, সেনাবাহিনির নিয়মিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি সমৃদ্ধি উন্নয়নে ধারাবাহিকতায় যে অবদান রেখে চলছে এই উদ্যোগ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।