

দীপক সেন, ষ্টাফ রিপোটার:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রশাসনের ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সোমবার এ দিন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়ার উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত
হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা কৃষি অফিসার, স্থানীয় বন বিভাগের প্রতিনিধি, স্থানীয় কৃষক প্রতিনিধি ও উপজেলা মৎস্য অফিসার।
এ বারের দুর্যোগ মূল প্রতিপাদ্য ছিল, দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এর উপর আলোকপাত করে উক্ত আলোচনা সভায় বক্তারা পাহাড় কাটা বন্ধ রাখতে এবং পাহাড়ের মাটির ক্ষয় রোধে সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন। সভাশেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করেন।