দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়ি
"হাত ধোয়ার নায়ক হোন" এই স্লোগানে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ১১.০০ টায় মহালছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমি ক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পাবলিক হেলথ এর উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ রহমত উল্যা এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুপম শীল, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, দীপক সেন,;প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন; প্রধান শিক্ষক, গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সুমিতা মল্লিক; জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুলের ছাত্রছাত্রীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আয়োজকরা কিভাবে সঠিক ভাবে হাত ধোয়া যায় এবং সুস্থতা থাকা যায় তা প্রদর্শন করে দেখান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/