দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়ি
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে ১০.০০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উক্ত কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীন ও সিনিয়র সাংবাদিক দীপক সেন ।
এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫৪০ জন কৃষকের সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং কৃষকদের মাঝে ফসল বাছাই ও সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত পরামর্শ দেন। বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উচ্চ ফলনের প্রত্যাশা প্রকাশ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ বলে বক্তারা বলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/