

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের মতো পাহাড়েও ঝেঁকে বসেছে শীত। এহেন পরিস্থিতে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এরপর মাটিরাঙ্গা পৌর এলাকার নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিএনপির নেতৃবৃন্দ।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে জননেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীতকাল জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে, বর্তমানে সময়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।
এ সময়, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।